বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত টেক্সটাইল ইঞ্জিনিয়ার অভিভাবকদের সম্মাননা প্রদান করল পিটিইএ
গত ১৪ই আগস্ট পঞ্চগড় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (পিটিইএ) এর আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে "অভিভাবক সংবর্ধনা ও ঈদপুনর্মিলনী" অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলার ১০০ জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও ৩০ জন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবককে (মা-বাবা) সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এছাড়াও জেলার ২জন তরুন টেক্সটাইল উদ্যোক্তাকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। উদ্যোক্তারা হলেন এক্সপ্লোর নিটেক্সের এম,ডি শাহনেওয়াজ প্রধান শুভ, বেরং লিমিটেডের এম,ডি ইঞ্জিঃ সহিদুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-০১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (সদর সার্কেল), জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, ফাইয়াজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মনির হোসেন, ডিএফএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নবিন চন্দ্র রায়, লুসাকা গ্রুপের অপারেশন ডিরেক্টর ইঞ্জিঃ মোফাজ্জল হোসেন চৌধুরী (পিটার্স) প্রমুখ।
যে অভিভাবক অক্লান্ত পরিশ্রম করে সন্তানদের ইঞ্জিনিয়ার বানিয়েছেন সেই অভিভাবকদের হাতে সম্মাননা তুলে দেওয়ায় অভিভাবকরা অনেক খুশি ও নিজেদের স্বার্থক অভিভাবক হিসেবে দাবি করেন এবং সেই সাথে পিটিইএ আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ দেন।
পিটিইএ এর পক্ষ থেকে জনপ্রতিনিধিদের কাছে পিটিইএ এর জন্য পঞ্চগড়ে অফিসের জায়গার আবেদন করা হলে সাংসদ ও জেলা পরিষদ চেয়ারম্যান পঞ্চগড় জেলা পরিষদ সুপার মার্কেটের ২য় তলায় সরকারি বিধি অনুযায়ী অফিসের ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন।
সেই সাথে জেলার পোশাক কারখানার মালিকরাও সর্বদা যেকোনো সমস্যায় পিটিইএ এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

0 coment rios:
আপনার একটা সুন্দর মতামত দিন