দৃষ্টি আকর্ষন পঞ্চগড়বাসীর কাছে
অধিগ্রহণের বিষয়টি নিয়ে আতঙ্কে আছে পঞ্চগড়বাসী। ভূমি অধিগ্রহণের বিষয়টি সরকারের বিধিমালার আলোকে নীতিমালাটি সংস্লিষ্ট পেজের মাধ্যমে স্পষ্ট করলে জেলাবাসীর আতঙ্ক কিছুটা প্রশমিত হতো। আর ভূমি অধিগ্রহণ যদি হয়ও, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকরা যেন ন্যায়সঙ্গত ও পর্যাপ্ত ক্ষতিপূরন পায়। সবচেয়ে বড় কথা ভূমি অধিগ্রহনের নামে একটি প্রতারক চক্র ইতিমধ্যে মাঠে নেমে পরেছে বলে শুনেছি। ওই প্রতারক চক্রটি সম্ভাব্য ক্ষতিগ্রস্থ সহজ সরল ভূমি মালিকদের টার্গেট করেছে। তাদের অধিক পরিমান ক্ষতিপূরন পাইয়ে দেওয়ার আশ্বাসের বিনিময়ে বড় রকমে আর্থিক সুবিধা গ্রহনের প্রতারনায় নেমেছে। তাদের প্রতারণার ফাঁদে সহজ সরল পঞ্চগড়বাসী যেন পা না দেয়, এজন্য জনসচেতনতা সৃষ্টি জরুরী হয়ে পরেছে। এ নিয়ে জেলা তথ্য বিভাগের মাধ্যমে মাইকিং, সংস্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, গনমাধ্যমকর্মীদের দ্বারা দ্রুত প্রচার প্রচারণার মাধ্যমে জনগনকে প্রতারনার ফাদে পা না দিতে আহ্বান জানিয়ে সচেতন করা যেতে পারে।সর্বোপরি পুরো বিষয়টি নিয়ে ধোয়াশা কাটাতে সংস্লিষ্টদের সহযোগীতা ও কার্যকরী পদক্ষেপ কামনা করছি। ধন্যবাদ।
#সংগৃহীত

0 coment rios:
আপনার একটা সুন্দর মতামত দিন