আপ্যয়িত অতীথি।
তমা ইয়াসমিন।
দৃশ্যপট পাল্টে গ্যাছে বহু অাগে!
অথচ পাল্টাতে পারিনি অকৃতজ্ঞের মত সেই পুরানো অামি!
শিশিরে ভেজা বলো অার বসন্তের লিলায় বলো!
প্রতিটি শব্দের ভাজে'ই রয়েছে কুমারি কবিতা!
দরজার কপাট বন্ধ কিবা খোলা....
কিছুই এসে যায় না তাতে!
শরীরজুড়ে গাদানো সাদা পালোকে,
ডানা খোঁজার প্রয়োজন নেই সেখানে!
রোদ্দুর না লাগলেও ওম এর কমতি হবে না কোনো কালেও!
সে ভরসা অসীম......
মিলেমিশে একাকার হবো শূণ্যে!
তল-অতল বুঝিনা!
ভাবনার রাজ্যে রাজার রাণী হবো শর্তবিহীন!
চাইনা হিরা খুঁচিত মূকুট!
চাই শুধু অগাধ বিশ্বাস....
জানতে অার ইচ্ছে করে না!
ভেতরের মানুষটাকে নিজ স্বত্বায় সম্পূর্ণ্য
করতে চাই!
নিভে গেছে যতটুকু অালো তার!
তারপর !
তারপর দেখেছি তারে নিশুথী রাতে
দু'চোখ বন্ধ করে!
খোলা চোখে অন্ধ হয়ে যাই!
বিশ্বাস করো,
সীমা অতিক্রম করার সাধ্য অামার নাই!
তুমি কেনো ভুলে যাও,
অামি তোমারি অাপ্যয়িত অতীথি!
__________________________
তমা!
10-2-19

0 coment rios:
আপনার একটা সুন্দর মতামত দিন