Showing posts with label ভালবাসা ভালবাসি. Show all posts
Showing posts with label ভালবাসা ভালবাসি. Show all posts

Thursday, 5 July 2012

তুমি আছো বলেই আমি ভুলেছি আমাকে

তুমি আছো বলেই আমি ভুলেছি আমাকে


তুমি আছো বলেই আমি ভুলেছি আমাকে,

জেনেছি গভীরতম দুঃখও মাঝে মাঝে

কারো হাসিতে হারিয়ে যেতে পারে।

ঠিক যেমন বিদীর্ণ মরুর বুকে জন্ম নেয় ছায়াবৃক্ষ।

কল্পনার বিস্ময়তা ভীরু চোখে তাকায়

আমার বাস্তবতাকে,

তোমার স্পর্শে যেন লাল গোলাপটিও জেগে উঠে,

জেগে উঠে কবিতার শব্দগুলো।

নীরব চাহনি যে এত কিছু বলে,

তাও তোমার জন্যই যেনেছি।

অনেক কিছু জেনেও,

যেন নির্বোধ হয়ে থাকি তোমার কাছে।

এক মুহূর্তে আমি ক্লান্তিহীন আনন্দে,

ঠিক পরের মুহূর্তে বিষাদের রাজ্যে।

চলতে থাকে এ রাজ্য বদল,

চলতে থাকে তোমার হেঁয়ালি ভালবাসা ।

Friday, 29 June 2012

এক মিনিট লাগে কাউকে জানার জন্য

এক মিনিট লাগে কাউকে জানার জন্য


এক মিনিট লাগে কাউকে জানার জন্য,
এক সেকেন্ড লাগে কাউকে ভালবাসার জন্য,
কিন্তু পুরো জীবন লাগে কাউকে ভুলে যাবার জন্য !!!

বাস্তব সত্য !! :(

Sunday, 18 March 2012

আমি বলছি না ভালোবাসতেই হবে

আমি বলছি না ভালোবাসতেই হবে

আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।


আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।


আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : 'তোমার চোখ এতো লাল কেন.... ?'
কবিতাঃ 'তোমার চোখ এতো লাল কেন?'
কবিঃ 'নির্মলেন্দু গুন'
(ভাল লাগলে শেয়ার করুন)