গ্রামীণফোন ই-সিম কিভাবে পাবো?
গ্রামীণফোন আগামী ৭ই মার্চ থেকে ই-সিম বিক্রি শুরু করবে। সেদিন থেকে বিভিন্ন গ্রামীণফোন সেন্টার অথবা জিপি অনলাইন শপ থেকে জিপি ই-সিম কিনতে পারবেন।
গ্রামীণফোন ই-সিম এর দাম কত?
গ্রামীণফোন ইসিম এর কত দাম হবে তা এখনো জানা যায়নি। আশা করা যায় কয়েকদিনের মধ্যেই জানা যাবে। তবে এর দাম ২০০টাকার মত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমি কি আমার বর্তমান সিম ই-সিমে কনভার্ট করতে পারব?
অবশ্যই! আপনি নিকটস্থ গ্রামীণফোন সেন্টার অথবা সিম বিক্রয়কারীর কাছে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন করে আপনার প্লাস্টিকের সিম কার্ডকে ই-সিমে রূপান্তর করতে পারবেন। এজন্য ২০০ টাকা চার্জ প্রযোজ্য হবে। তবে আপনি যদি স্টার গ্রাহক হয়ে থাকেন তাহলে ই-সিমের রিপ্লেসমেন্ট বিনামূল্যে করতে পারবেন।
ই-সিম থেকে কি আবার প্লাস্টিকের সিমে ফেরত যাওয়া যাবে?
হ্যাঁ। আপনি চাইলে ই-সিম বাদ দিয়ে আবার প্রচলিত প্লাস্টিকের সিম কার্ডে ফেরত যেতে পারবেন। এজন্য কাছাকাছি গ্রামীণফোন সেন্টার, কাস্টমার কেয়ার, অথবা অনুমোদিত সিম বিক্রয়কেন্দ্রে যেতে হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন করার পর আপনি ই-সিমের পরিবর্তে একটি প্রচলিত প্লাস্টিকের সিম কার্ড পাবেন। এজন্য সিম রিপ্লেসমেন্ট ফি প্রযোজ্য হবে। স্টার গ্রাহক হলে ফ্রি হতে পারে।