Wednesday, 2 March 2022

গ্রামীণফোন প্রথমবারের মতো ই-সিম নিয়ে এলো

নতুন এই সিমটি সরাসরি ফোনের মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকবে  
প্রথমবারের মতো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল সিম কার্ড বা ই-সিম ব্যবস্থা চালু করছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীনফোন।
নতুন এই সিমটি প্রচলিত প্লাস্টিকের সিমকার্ডের বদলে সরাসরি মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকবে। শুধুমাত্র ইনস্টল করা নির্দিষ্ট ডিভাইসেই এই ই-সিম ব্যবহার করা যাবে।মঙ্গলবার (১ মার্চ) ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় গ্রামীণফোন জানিয়েছে, এখন থেকে গ্রামীণফোনের নতুন সিম কার্ড কেনার পাশাপাশি ব্যবহৃত নম্বরটি ই-সিম হিসেবে প্রতিস্থাপন করা যাবে। আগামী ৭ মার্চ থেকে গ্রাহকরা ই-সিম সংগ্রহ করতে পারবেন।

গ্রামীণফোন ই-সিম কিভাবে পাবো?

গ্রামীণফোন আগামী ৭ই মার্চ থেকে ই-সিম বিক্রি শুরু করবে। সেদিন থেকে বিভিন্ন গ্রামীণফোন সেন্টার অথবা জিপি অনলাইন শপ থেকে জিপি ই-সিম কিনতে পারবেন।


গ্রামীণফোন ই-সিম এর দাম কত?

গ্রামীণফোন ইসিম এর কত দাম হবে তা এখনো জানা যায়নি। আশা করা যায় কয়েকদিনের মধ্যেই জানা যাবে। তবে এর দাম ২০০টাকার মত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমি কি আমার বর্তমান সিম ই-সিমে কনভার্ট করতে পারব?

অবশ্যই! আপনি নিকটস্থ গ্রামীণফোন সেন্টার অথবা সিম বিক্রয়কারীর কাছে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন করে আপনার প্লাস্টিকের সিম কার্ডকে ই-সিমে রূপান্তর করতে পারবেন। এজন্য ২০০ টাকা চার্জ প্রযোজ্য হবে। তবে আপনি যদি স্টার গ্রাহক হয়ে থাকেন তাহলে ই-সিমের রিপ্লেসমেন্ট বিনামূল্যে করতে পারবেন।

ই-সিম থেকে কি আবার প্লাস্টিকের সিমে ফেরত যাওয়া যাবে?

হ্যাঁ। আপনি চাইলে ই-সিম বাদ দিয়ে আবার প্রচলিত প্লাস্টিকের সিম কার্ডে ফেরত যেতে পারবেন। এজন্য কাছাকাছি গ্রামীণফোন সেন্টার, কাস্টমার কেয়ার, অথবা অনুমোদিত সিম বিক্রয়কেন্দ্রে যেতে হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন করার পর আপনি ই-সিমের পরিবর্তে একটি প্রচলিত প্লাস্টিকের সিম কার্ড পাবেন। এজন্য সিম রিপ্লেসমেন্ট ফি প্রযোজ্য হবে। স্টার গ্রাহক হলে ফ্রি হতে পারে।


উল্লেখ্য, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে অপারেটরদের জন্য ই-সিম অনুমোদন করেছে। তবে, অল্প কিছু সংখ্যক মডেলের ডিভাইসেই ই-সিম ব্যবহার করা যাবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটা সুন্দর মতামত দিন