Thursday, 15 February 2024

সাংবাদিক মাহমুদা আক্তার ইভা। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেলেন

 সাংবাদিক মাহমুদা আক্তার ইভা। সাংবাদিকতায় বিশেষ 

অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেলেন


ফাতেমা আক্তার ইভা নারায়ণগঞ্জ প্রতিনিধি 



জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অভিষেক অনুষ্ঠানের সভায় জাতী সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মাহমুদা আক্তার ইভা।


এই সম্মাননা স্মারক প্রদান করেন প্রবীণ সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম, এবং মহাসচিব খন্দকার  মাসুদুর রহমান দিপু, জনাব আহমেদ ফিরোজ কবির (সংসদ সদস্য পাবনা-২) 


আজ (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জমকালো আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের অডি-টোরিয়াম হল রুম মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে স্মারক প্রদান সহ কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন।


এসময় প্রধান অতিথি হিসাবে ছিলেন আব্দুস শহীদ (মাননীয় কৃষিমন্ত্রী), উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ ফিরোজ কবির সংসদ সদস্য পাবনা-২,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, ভাইস চেয়ারম্যান হাজী রুহুল আমিন প্রদান, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খন্দকার মো: মাসুদুর রহমান দিপু, যুগ্ন মহাসচিব ও লায়ন মো: সোবাহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদ মো: সাজ্জাদ আহমেদ খোকন, যুগ্ম মহাসচিব হাসান আলী, সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান (সম্রাট)  জাতীয় সহ মহিলা সম্পাদিকা সাংবাদিক মাহমুদা ইভা, আন্তর্জাতিক সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য মো: শিহাব উদ্দিন, কেন্দ্রীয় সদস্য মো: সোহাগ হোসেন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।


সম্মাননা স্মারক পেয়ে সাংবাদিক মাহমুদা আক্তার ইভা বলেন জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর  অনুষ্ঠানে আমাকে সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রধান করেন। বিশেষ স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেয়ে আমি ধন্য, এবং আল্লাহর প্রতি জানাই চির কৃতজ্ঞতা, এবং আমার পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।



বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিক লাল ঘোষ সহ-সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ। তিনি বলেন আজ আপনারা বিভিন্ন বিভাগ ও জেলা থেকে সাংবাদিকরা উপস্থিত হয়েছেন। আপনাদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন একজন সত্যিকার অর্থে সাংবাদিক হতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। গলা একটি পত্রিকার কার্ড পড়লেই সাংবাদিক হওয়া যায় না


কারণ সাংবাদিক হতে হলে অনেক কিছু বিধি আছে সেগুলো অনুসরণ করতে হয়।। আমি আশা করি আপনারা পারবেন কারণ আপনাদের মধ্যে আমি সেই উদ্যোগ দেখতে পেয়েছি।


যারা সাংবাদিক ভাইয়েরা আছেন অন্তত প্রতিদিন দুইটি পত্রিকা পড়বেন সেখানে কিভাবে লেখা হয়েছে যদি সেটা আপনারা ফলো করেন দেখবেন আপনাদের মধ্যে যেটুকু ভুল ত্রুটি আছে তার থাকবে না। তিনি আরো বলেন যারা ক্রাইম রিপোর্ট করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা খুব সতর্কতার সহিত নিউজ করবেন। কারণ যারা ক্রাইম রিপোর্ট করে তাদের যেমন জীবনের প্রতি হুমকি ও আমার অনেক সাংবাদিকদের দেখেছি ক্রাইম রিপোর্ট করতে গিয়ে জেল খাটতে হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটা সুন্দর মতামত দিন