সাঘাটা থানা পুলিশ উল্লা ভরতখালী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে নীতি-নৈতিকতা,বাল্যবিবাহ, ডেঙ্গু ,গুজব,মাদক, জঙ্গীবাদ ও মোবাইল সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতামুলক সভা
আবু তাহের : ২৯ আগষ্ট সাঘাটা থানা পুলিশের আয়োজনে উল্লা ভরতখালী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে দূর্ণীতি, নীতি-নৈতিকতা,বাল্যবিবাহ, ডেঙ্গু ,গুজব,মাদক, জঙ্গীবাদ ও মোবাইল সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্য বলেন তোমরা মন দিয়ে নিয়মিত পড়াশোনা করবে। শিক্ষকসহ বড়দের সম্মান করবে। ছোটদের স্নেহ করবে। বন্ধুদের সাথে মিলে মিশে থাকবে। মনের অজান্তেই ভুল পথে পা বাড়াবেনা। ভুল পথে পা বাড়ালে তোমাদের উপর পিতামাতা, আত্নীয় স্বজন বন্ধু বান্ধবদের যে আশা ভরসা আছে তা নিমিষেই ধ্বংস হয়ে যাবে। দেশ ভবিষ্যতের রত্ন হারাবে।
১৮ বছরের নীচে কারো বিয়ে দিলে তাকে বাল্য বিবাহ বলা হয় । তোমাদের মধ্যে কেহ তার কন্যাকে বা বোনকে বাল্য বিবাহ দেয়ার চেষ্টা করলে তাকে প্রথমে বুঝাবে, এতেও কাজ না হলে প্রতিরোধ গড়ে তুলবে। বাল্য বিবাহের চেষ্টা করলে উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান, অথবা থানায় খবর দিবে। এ বিষয়ে সবাইকে সচেতন এবং অন্যকে সহায়তা প্রদান করবে।
তোমাদের যদি বখাটে যুবকরা স্কুলে আসা- যাবার পথে রাস্তা ঘাটে কোন কথা বলে উত্ত্যক্ত করে বা ছবি তোলে তাহলে সরাসরি থানাতে যোগাযোগ করবে। থানা পুলিশ তোমাদের পাশে সব সময় ছিলো ও আছে এবং থাকবে। ভাববে পুলিশ তোমাদের সেবার জন্য সবসময় পাশে আছে।
নিজের বাড়ির আশে পাশে পরিষ্কার পরিছন্ন রাখবে যাতে করে ডেঙ্গু মশার আবির্ভাব না ঘটে। কোন ঘটনাই নয় অথচ সে বিষয়ে কিছু উৎসুক ব্যক্তি তোমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন ধরনের ঘটনা না জেনে শুনে বুঝে তাদের বক্তব্য বিশ্বাস করা যাবেনা। এককথায় প্রমাণ ছাড়া কোন কথায় বা গুজবে কেউ কান দিবে না।
তোমাদের গ্রামের বা বাড়ির আশে পাশে যদি কেউ মাদকাসক্ত ও জঙ্গীবাদের সাথে জড়িত থাকে তাহলে তোমরা থানা পুলিশকে তথ্য বা খবর দিয়ে সহযোগিতা করবে। তোমাদের সচেতনার কারনে সমাজ থেকে মাদকসহ সকল অপরাধ নির্মূল করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব ।
পড়ালেখা বাদ দিয়ে কেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে থাকবেনা। বখাটেরা তোমাদের ফোনে কোন অচেনা নম্বর দিয়ে ফোন করে বিরক্ত করতে পারে। নানান প্রলোভন দিতে পারে। আশে পাশে ডাকতে পারে। এধরনের কোন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন জানাবে। অতিরিক্ত হলে থানায় অবগত করবে।
তোমাদের বাড়ির আশে পাশে অচেনা লোকজন বসবাস করেই গ্রামকে, শহরকে এমনকি দেশকে অস্থিতিশীল করতে অনেক সময় সন্ত্রাস বা জঙ্গীবাদের মাধ্যমে নাশকতার সৃষ্টি বা বিশৃঙ্খলার ঘটানোর চেষ্টা করতে পারে। এদের বিরুদ্ধে নর্বদা সজাগ ও তোমদেরই প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারন আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বভার তোমাদেরই উপর ন্যাস্ত হবে। এ বিষয়ে আমাদের কোন সন্দেহ নেই।
বাড়ির আশে পাশে বা গ্রামে বা শহরে অচেনা কোন ব্যক্তি বা কারো চলা ফেরায় সন্দেহ হয় এমন কোন ব্যক্তি চোখে পড়লে সাথে সাথে থানায় খবর দিবে। সাঘাটা থানার ওসির ফোন নম্বর ০১৭১৩-৩৭৩৮৯৭ ।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটি ,প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আবু তাহের : ২৯ আগষ্ট সাঘাটা থানা পুলিশের আয়োজনে উল্লা ভরতখালী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে দূর্ণীতি, নীতি-নৈতিকতা,বাল্যবিবাহ, ডেঙ্গু ,গুজব,মাদক, জঙ্গীবাদ ও মোবাইল সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্য বলেন তোমরা মন দিয়ে নিয়মিত পড়াশোনা করবে। শিক্ষকসহ বড়দের সম্মান করবে। ছোটদের স্নেহ করবে। বন্ধুদের সাথে মিলে মিশে থাকবে। মনের অজান্তেই ভুল পথে পা বাড়াবেনা। ভুল পথে পা বাড়ালে তোমাদের উপর পিতামাতা, আত্নীয় স্বজন বন্ধু বান্ধবদের যে আশা ভরসা আছে তা নিমিষেই ধ্বংস হয়ে যাবে। দেশ ভবিষ্যতের রত্ন হারাবে।
১৮ বছরের নীচে কারো বিয়ে দিলে তাকে বাল্য বিবাহ বলা হয় । তোমাদের মধ্যে কেহ তার কন্যাকে বা বোনকে বাল্য বিবাহ দেয়ার চেষ্টা করলে তাকে প্রথমে বুঝাবে, এতেও কাজ না হলে প্রতিরোধ গড়ে তুলবে। বাল্য বিবাহের চেষ্টা করলে উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান, অথবা থানায় খবর দিবে। এ বিষয়ে সবাইকে সচেতন এবং অন্যকে সহায়তা প্রদান করবে।
তোমাদের যদি বখাটে যুবকরা স্কুলে আসা- যাবার পথে রাস্তা ঘাটে কোন কথা বলে উত্ত্যক্ত করে বা ছবি তোলে তাহলে সরাসরি থানাতে যোগাযোগ করবে। থানা পুলিশ তোমাদের পাশে সব সময় ছিলো ও আছে এবং থাকবে। ভাববে পুলিশ তোমাদের সেবার জন্য সবসময় পাশে আছে।
নিজের বাড়ির আশে পাশে পরিষ্কার পরিছন্ন রাখবে যাতে করে ডেঙ্গু মশার আবির্ভাব না ঘটে। কোন ঘটনাই নয় অথচ সে বিষয়ে কিছু উৎসুক ব্যক্তি তোমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন ধরনের ঘটনা না জেনে শুনে বুঝে তাদের বক্তব্য বিশ্বাস করা যাবেনা। এককথায় প্রমাণ ছাড়া কোন কথায় বা গুজবে কেউ কান দিবে না।
তোমাদের গ্রামের বা বাড়ির আশে পাশে যদি কেউ মাদকাসক্ত ও জঙ্গীবাদের সাথে জড়িত থাকে তাহলে তোমরা থানা পুলিশকে তথ্য বা খবর দিয়ে সহযোগিতা করবে। তোমাদের সচেতনার কারনে সমাজ থেকে মাদকসহ সকল অপরাধ নির্মূল করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব ।
পড়ালেখা বাদ দিয়ে কেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে থাকবেনা। বখাটেরা তোমাদের ফোনে কোন অচেনা নম্বর দিয়ে ফোন করে বিরক্ত করতে পারে। নানান প্রলোভন দিতে পারে। আশে পাশে ডাকতে পারে। এধরনের কোন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন জানাবে। অতিরিক্ত হলে থানায় অবগত করবে।
তোমাদের বাড়ির আশে পাশে অচেনা লোকজন বসবাস করেই গ্রামকে, শহরকে এমনকি দেশকে অস্থিতিশীল করতে অনেক সময় সন্ত্রাস বা জঙ্গীবাদের মাধ্যমে নাশকতার সৃষ্টি বা বিশৃঙ্খলার ঘটানোর চেষ্টা করতে পারে। এদের বিরুদ্ধে নর্বদা সজাগ ও তোমদেরই প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারন আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বভার তোমাদেরই উপর ন্যাস্ত হবে। এ বিষয়ে আমাদের কোন সন্দেহ নেই।
বাড়ির আশে পাশে বা গ্রামে বা শহরে অচেনা কোন ব্যক্তি বা কারো চলা ফেরায় সন্দেহ হয় এমন কোন ব্যক্তি চোখে পড়লে সাথে সাথে থানায় খবর দিবে। সাঘাটা থানার ওসির ফোন নম্বর ০১৭১৩-৩৭৩৮৯৭ ।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটি ,প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


0 coment rios:
আপনার একটা সুন্দর মতামত দিন