ঘড়ে বসে ইংরেজী শিখি
ছােটবেলা থেকেই ইংরেজি গ্রামারের
একঘেয়ে সব রুলস মুখস্ত করতে
করতে আমরা সকলেই ক্লান্ত। ইংরেজির
এত রুলস, এত ধরা বাধা নিয়ম পড়েও
আমরা ইংরেজিতে ২ মিনিট ভালাে করে
কারাে সাথে কথা বলতে পারি না।
আমাদের মধ্যে সবসময় একটা ভয়
কাজ করে যে ইংরেজি বলতে গিয়ে যদি
কিছু ভুল করে ফেলি, গ্রামার যদিঠিক
না থাকে, লােকে কি ভাববে? সবাই তাে
হাসাহাসি করবে। আর আমাদের এই
ইংরেজি ভীতি দূর করে ইংরেজিকে
আমাদের কাছে আরাে সহজ করে।
তুলতেই মুনজেরিন শহীদের এই " ঘরে
বসে spoken English "
আমরা সবচেয়ে বড় ভুল যেটি করি
তা হলাে আমরা কেউ শিখার জন্য বা
জানার জন্য পড়াশােনা করিনা। বরং
আমরা পড়াশােনা করি পরীক্ষায় ভালাে
নম্বর পাওয়ার জন্য। সেই কারণে বুঝেই
হােক আর না বুঝেই হােক সারাবছর
আমরা শুধু গাদা গাদা রুলস মুখস্ত করি
আর পরীক্ষার খাতায় সেগুলাে উগড়ে
দিয়ে আসার পরই আমাদের আর কিছু
মনে থাকেনা। ছােটবেলায় মুখস্ত করা
সেসব রুলস তাই না আজ মনে আছে।
আর না সেগুলাে আমাদের দৈনন্দিন
জীবনে কাজে লাগছে। ফলে ইংরেজির
প্রতি আমাদের দূর্বলতা রয়েই যাচ্ছে।
"ঘরে বসে Spoken English":

0 coment rios:
আপনার একটা সুন্দর মতামত দিন