আলহামদুলিল্লাহ
"উদ্দীপ্ত" সমাজ কল্যাণ সংঘ ভজনপুর (একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর যাত্রা শুরু......
একঝাঁক তরুণ শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় “উদ্দীপ্ত” সমাজ কল্যাণ নামে (একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন) এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে ।
"উদ্দীপ্ত" সমাজ কল্যাণ সংঘ ভজনপুর একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন যার লক্ষ্য বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজ করা। সংগঠনের সদস্যরা এরূপ একটি সংগঠনের সদস্য হতে খুবই আনন্দিত পাশাপাশি তারা স্বেচ্ছায় সেবার মাধ্যমে সমাজে বিদ্যমান বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন সামাজিক ব্যাধির মূলোৎপাটন করতে দৃঢ় প্রত্যয়ী ।
"উদ্দীপ্ত” সমাজ কল্যাণ সংঘ এমন একটি সমাজের স্বপ্ন দেখে যেখানে শেষ হয়ে যাবেনা কোন যুবকের ভবিষ্যৎ মাদকের ভয়াল থাবায়, ঝরবে না কোনো দুঃখিনী মায়ের চোখের পানি, দেশ হারাবে না কোন মেধাবী তরুণকে। যেখানে থাকবেনা বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন ।
দ্যুতি ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি রন্ধ্রে। "উদ্দীপ্ত” এর আলোয় দূর হয়ে যাক অন্ধকারের ঘনঘটা ।
মানবতার সেবায় সর্বাঙ্গে-উদ্দীপ্ত রবে এগিয়ে..
আমাদেরকে যারা সব সময় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতা করতেছেন তাদের সকলের প্রতি জানাই অবিরাম ভালোবাসা ও কৃতজ্ঞতা 🥰😍🥰
"উদ্দীপ্ত" পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করছি...
0 coment rios:
আপনার একটা সুন্দর মতামত দিন