করোনা ভাইরাসের দুর্যেোগপূর্ণ মুহুর্তে দেশের চলমান দুঃসময়ে পঞ্চগড়ের, তেঁতুলিয়া উপজেলার,ভজনপুর ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন করতোয়া মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে ১০০ দরিদ্র, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আজ ২০-৫-২০ (বুধবার) সন্ধ্যার পর থেকে সংগঠনটির সেচ্ছাসেবীরা উপহার সামগ্রী নিয়ে মানুষের বাড়ি, বাড়ি পৌঁছে দেয়।
ঈদ সামগ্রী সমূহের মধ্যে ছিল সেমাই, চিনি, মুড়ি, সয়াবিন তেল, দুধ ও সাবান। ঈদ উপহার সমগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সংগঠনঠির উপদেষ্টা, আবুল কালাম আজাদ ও জাকির হোসেন।
এসময় সংগঠনের অন্যতম সদস্য হামিদুল ইসলাম, রাকিব, আবু, খাইরুল, আব্দুল্লাহ, সাজু, খাইরুল, ঈমান আলী, বাপ্পি, নুরুজ্জামান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ঈদ উপহার সমগ্রী পেয়ে অসহায় মানুষগুলো খুবই আনন্দিত।

0 coment rios:
আপনার একটা সুন্দর মতামত দিন