পঞ্চগড় কে লকডাউন ঘোষণা করুন
পঞ্চগড় এর এমপি/মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান, ডিসি, এসপি, পৌরসভা মেয়র, সকল সচেতন নাগরিগন, সাংবাদিক, ওলামা কেরাম,সোশিয়াল ওয়েলফেয়ারের সংগঠন, প্রিয় ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠন এবং অরাজনৈতিক সকল তরুনদের প্রতি আহবান আগামী ১/২ দিনের ভিতরে" পঞ্চগড় লক ডাউন "করার ব্যবস্থা নিন।আপনাদের মধ্যে যে কোন একটি সংগঠন আওয়াজ তুললেই হয়ে যাবে।
আমার মাটিই আমার মাকে (পঞ্চগড়) করোনা থেকে বাচানোর জন্য আলাদা পদক্ষেপ নিন। জেলা থেকে অন্যান্য জেলা, থানা থেকে থানা, পৌরসভা থেকে অন্যান্য ইউনিয়ন চেইন বন্ধ করে দিন।
সময় নেই আমাদের হাতে, আফসোস করার আগে করনীয় কাজটা করে ফেলুন।
ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রে পঞ্চগড়বাসী অগ্রনী ভুমিকা রেখেছে। আর এটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ এখানে কেন আমরা পিছিয়ে থাকবো!!
এটা সময়ের দাবি। লগ ডাউন হবে আজ অথবা কাল কিন্তু যে সময় টুকু দেরি করছেন এতেই হারাতে পারে আমার আপনার প্রিয় মুখগুলো।

0 coment rios:
আপনার একটা সুন্দর মতামত দিন