Wednesday, 31 July 2019

সাপে কামর দিলে ওষুধের নাম জেনে নিন


ওষুধের নাম: injection antivenom

ওষুধের নামটা লিখে রাখুন আপনার ডায়েরিতে এবং বাচাতে পারেন একটি মানুষের জীনব যদি কোন মানুষকে সাপে কামড় দেয় তাহলে দেরী না করে Antivenom ইনজেকশন দিতে হবে যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ফার্মেসিতে না পান তাহলে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস এর এম পিওদের ফোন করলেই পাবেন
এই বর্ষায় সর্বত্র সাপের উপদ্রব বেড়ে যায়৷ 
সাপ ছোবল মারলে ঠিক কি করা উচিত আর কি উচিত নয় জেনে নিন
উচিৎ :

*
অ্যাম্বুলেন্স ডাকতে হবে সবার আগে
*
ছোবলের শিকার যিনি হয়েছেন তাঁকে শান্ত করিয়ে একটা জায়গাতে বসাবেন 
*
বেশী নড়াচড়া করলে বিষ সারা শরীরে ছড়িয়ে যেতে পারে
*
ক্ষতটিকে পানি দিয়ে পরিস্কার করবেন
*
ক্ষত স্থানটিকে পরিস্কার কাপড় দিয়ে মুড়ে দেবেন
*
চিকিৎসকের পরামর্শে দ্রুত এন্টিভেনম ইনজেকশন দিতে হবে৷
অনুচিত:
*
ক্ষতস্থানে বরফ ঘষবেন না
*
ক্ষতস্থানটিকে কাটবেন না, তাতে শিরা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে
*
ক্ষতস্থান থেকে মুখে করে রক্ত বের করবেন না
*
আহত ব্যাক্তিকে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়াবেন না
*
ছোবল মারার পর মদ খাবেন না, তাতে শরীরে বিষ ছড়িয়ে যেতে পারে
#জনসচেতনতায় শেয়ার করুন৷ 
নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে অামাদের পেইজে লাইক দিন৷ ভালো লাগলে T=Thanks, G=Good, E=Excellent সংক্ষেপে T, G বা E লিখে মন্তব্যে লিখুন৷


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটা সুন্দর মতামত দিন